 
                            
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ-
শিক্ষকদের ঐক্যের প্রয়োজনে বিভিন্ন সংগঠনের মধ্যে মাঝে মধ্যে মতানৈক্য থাকলে পেশাগত ক্ষেত্রে শিক্ষকদের লক্ষ্য থাকে জ্ঞান বিতরণ। নিজের সর্বোচ্চ মেধা, প্রজ্ঞা শিক্ষার্থীদের মধ্যে বিলিয়ে দিয়ে সুনাগরিক ও মেধাবী প্রজন্ম তৈরীতে আজন্ম মগ্ন থাকেন। সেজন্য শিক্ষকদেরকে জাতি গড়ার কারিগর বলা হয়ে থাকে। শিক্ষকদের সম্মানের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মর্যাদার আসীনে বসানো হয় বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রামের সীতাকুন্ডর বিজয় স্মরণী ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস সীতাকুন্ড উপজেলা শাখার বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আসলাম চৌধুরী বলেন, একজন সাবেক শিক্ষক হিসেবে সবসময় শিক্ষকদের শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখার চেষ্টা করি। শিক্ষকদের সম্মান করা গেলে পুরো জাতির লাভ। শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এই ত্রয়ের সম্মিলনে দেশের শিক্ষা ব্যবস্থা ও উন্নয়ন সমৃদ্ধির গতিপথ গতিশীল হয়। শিক্ষকদের আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালন করতে হবে, তবেই কাংখিত লক্ষ্য অর্জিত হবে।
চট্টগ্রাম জেলা বাকশিসের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিজয় স্মরণী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে রওশন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোঃ আলমগীর, অধ্যক্ষ শিব শংকর শীল, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, অধ্যক্ষ সুবীর কান্তি নাথ, অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যক্ষ মুহাম্মদ সেলিম জাহাঙ্গীর, প্রধান বক্তা ছিলেন বাকশিস চট্টগ্রাম জেলা আহবায়ক মোঃ নুরুল আলম রাজু। উদ্বোধক ছিলেন বাকশিস সদস্য সচিব মোঃ নাজিম উদ্দিন, সম্মানিত অতিথি ছিলেন বাশিস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি তৌহিদুল ইসলাম টিপু। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজয় স্মরণী ডিগ্রী কলেজের অভিভাবক সদস্য জহুরুল আলম জহুর, কুমিরা আবাসিক স্কুল এন্ড কলেজের সভাপতি ইফতেখার আহমেদ জুয়েল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হারেছ আহমদ, কুতুব উদ্দিন আহমেদ এফসিএ, মোবারক আলী, নাসির উদ্দিন, বিএনপি নেতা খোরশেদ আলম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মোঃ আবু সালেহ এবং গীতা পাঠ করেন চন্দ্রিমা কর।
অনুষ্ঠানের শুরুতে এনটিআরসি কর্তৃক নিয়োগপ্রা্ত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে 
বিজয় স্মরণী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: নোমানকে আহবায়ক এবং সীতাকুণ্ড কলেজের সহকারী অধ্যাপক মোস্তফা কামালকে সদস্য সচিব করে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস সীতাকুন্ড উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                