দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৬

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৬ অপরাহ্ণ   |   ৩৩ বার পঠিত
দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৬

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:-

 

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

ঘটনা ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে। মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় সর্দার গ্রুপের সারফান সর্দার (৫০) নিহত হন। তিনি ওই গ্রামের মৃত হামের ছেলে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল সর্দার ও সোহেল মন্ডল গ্রুপের মধ্যে মাদক ব্যবসা ও নারী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বাগোয়ান কান্দিপাড়া বাজার এলাকায় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে সারফান সর্দার ঘটনাস্থলেই নিহত হন।
 

আহত বাইজিদ সর্দারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও পাঁচজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

নিহত সারফান সর্দারের মেয়ে মিম খাতুন বলেন, “রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের একটি বাগানে আমার বাবাকে পা ও গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষ।”
 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী টহল দিচ্ছে। রাতেই তিন থেকে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।