ময়মনসিংহে ভোরের সাহিত্য ছড়া সংসদের ছড়া সাহিত্যের আসর অনুষ্ঠিত 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:২৭ অপরাহ্ণ   |   ৮৭ বার পঠিত
ময়মনসিংহে ভোরের সাহিত্য ছড়া সংসদের ছড়া সাহিত্যের আসর অনুষ্ঠিত 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহে বৃহত্তর ময়মনসিংহে সোনা সংসদ এর ছড়াবে এ কথা ও ছড়া পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। 

আজ ময়মনসিংহ জয়নাল আবেদীন উদ্যানে মোড়ের সাহিত্য আড্ডা বৃহত্তর ময়মনসিংহের সাহিত্যের আসরের জমায়েত অনুষ্ঠিত হয়।

বৃহত্তর ময়মনসিংহে স্বরা সংসদ এর ছড়া নিয়ে কথা এবং ছড়া পাঠের আসরে উপস্থিত ছিলেন ছড়াকার ফরিদা বেগম, শহীদ আল মামুন, সরকার জসিম, তাছাূদ্দুক হোসেন,রুবিনা আজাদ,ফজলুল হক পরাগ, বেলায়েত হোসেন, কোহিনুর রহমান,  কবি এমদাদুল হুদা,অতিথি লেখক লাবিব লেখক শরিফ ,  শিশির পাল, কবি আদর আল-আমিন,ও আবু সাইদ কামাল  প্রমুখ। 

ছড়া দিয়ে কথা আলোচ্য সূচি তে অংশগ্রহণ করেন ফজলুল হক পরাগ, রুবিনা আজাদ প্রাসাদ তাসাদ্দুক হোসেন,শহীদ আল মামুন ও ফরিদা বেগম। 

সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাইদ কামালের সঞ্চালনা অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি তো করেন সংগঠনের সভাপতি সরকার জসিম। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় স্বরচিত ছড়া পাঠের আসর।।