যশোরে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

যশোর প্রতিনিধি:-
যশোর সদর উপজেলার বড় হৈবতপুর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করার পর এ সংঘর্ষ হয়, যেখানে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে বড় হৈবতপুর মাঠে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি রাজু আহমেদ, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন, জিয়া ও পাপ্পু। এছাড়া শফি নামের এক ব্যক্তি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য গেলে প্রতিপক্ষের হামলার শিকার হন, পরে তাকে খুলনায় পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, আওয়ামী লীগ নেতা আনিছ মেম্বর ও তার অনুসারীরা বড় হৈবতপুর মাঠের একটি জমিতে পানি নিষ্কাশনের জন্য আইল কেটে দেন। এতে এক পক্ষের আপত্তি থাকায় বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে আনিছ মেম্বর নিজ এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সমর্থকদের জড়ো করেন। প্রতিপক্ষও পাল্টা প্রস্তুতি নেয়। সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার জানান, আহতদের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, একজনের মাথায় গুরুতর ক্ষত দেখা গেছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, "জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫