রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নতুন নেতৃত্ব

প্রকাশকালঃ ১০ নভেম্বর ২০২৪ ০৫:০৭ অপরাহ্ণ ৩৯০ বার পঠিত
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নতুন নেতৃত্ব

ঢাকা প্রেস,রাঙ্গামাটি প্রতিনিধি:-


রাঙ্গামাটি, ১০ নভেম্বর: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নতুন করে একটি ১৫ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত হয়েছে। আজ সকালে কৃষিবিদ কাজল তালুকদারকে চেয়ারম্যান হিসেবে নিয়ে এই নতুন পরিষদ দায়িত্ব গ্রহণ করেছে।

 

তালুকদার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের দশম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এই নতুন পরিষদে ২ জন উপজাতীয় এবং ১ জন অ-উপজাতীয়সহ মোট ৩ জন মহিলা সদস্য রয়েছেন।
 

১৯৮৯ সালে প্রণীত আইন অনুযায়ী গঠিত এই পরিষদের কাছে ২৫টি সরকারী দপ্তর ও বিষয় হস্তান্তর করা হয়েছে। পরিষদ এখন থেকে রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অ-উপজাতীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করবে।