ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক নারীকে ধর্ষণের চেষ্টা করার সময় নারীর হাতে থাকা হাসুয়া (বেকি) এর আঘাতে আহত হয়েছেন লুৎফর রহমান (৫০) নামের এক মাছ ব্যবসায়ী। পরে ওই নারীর চিৎকারে তার ছেলে ও ছেলের বউসহ স্থানীয় লোকজন মাছ ব্যবসায়ীকে আটক করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ঝাউকুটি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কিশামত শিমুলবাড়ী এলাকার মৃত ছফর আলীর ছেলে মাছ ব্যবসায়ী লুৎফর রহমান (৫০)। তিনি শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই নারীর স্বামীর অনুপস্থিতে বাড়িতে প্রবেশ করেন। এরপর ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারী ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু পুনরায় ধর্ষণের জন্য ধস্তাধস্তি করলে ঘরের বেড়াতে থাকা হাসুয়া (বেকি) দিয়ে আঘাত করেন। এতে লুৎফর রহমানের ডান ও বাম পায়ের হাঁটুর নিচে জখম হয়। পরে তার আত্মচিৎকারে ছেলের বউ, প্রতিবেশী কাদের আলী ও জাহাঙ্গীর আলম গিয়ে আহত লুৎফর রহমানকে আটক করে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় মাছ ব্যবসায়ীকে ওইদিন রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে শনিবার সন্ধ্যায় ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে মাছ ব্যবসায়ী লুৎফর রহমানের মোবাইল ফোনে কল দিলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ভুক্তভোগী নারী ও তার পরিবার মাছ ব্যবসায়ীর লুৎফর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কিশামত শিমুলবাড়ী ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদুল ইসলাম জানান, ওই মাছ ব্যবসায়ী লুৎফর রহমান তিন সন্তানের জনক। ছেলে-মেয়ে ও নাতি-নাতনীদের থাকতে কিভাবে তিনি এসব জঘন্য কাজে জড়ান। তিনি গত দুই বছর আগেও ওই নারীকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে মারপিটের শিকার হন। বার বার একটা নারীর ওপর শ্লীলতাহানির ঘটনা খুবই নিন্দনীয়। মাছ ব্যবসায়ী লুৎফর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যেহেতুক ওই নারী থানায় অভিযোগ করেছেন, আশা করি ন্যায় বিচার পাবে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগী নারী। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।