দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি বাম জোটের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ মার্চ ২০২৫ ১২:০০ অপরাহ্ণ   |   ৮০ বার পঠিত
দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি বাম জোটের

ঢাকা প্রেস নিউজ

 

নারী ও শিশুর প্রতি ধর্ষণ ও নির্যাতন, নারীবিদ্বেষী উসকানিমূলক বক্তব্য এবং চুরি, ডাকাতি ও মব সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একই সঙ্গে, দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি তুলেছে তারা।
 

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশীদ ফিরোজ, মাসুদ রানা, মোশরেফা মিশু, আব্দুল আলী প্রমুখ।
 

নেতারা অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সরকার এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি ধর্ষণবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে পুলিশি হামলা চালিয়েছে। মধ্যরাতে একদল মব সিপিবি নেতা লাকী আক্তারের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মিছিল করেছে, শুধুমাত্র তিনি ধর্ষণের বিরুদ্ধে মশাল মিছিলে অংশ নিয়েছিলেন বলে।
 

নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, লাকী আক্তারসহ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনকারী যেসব ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির সম্পূর্ণ দায় প্রশাসনকেই বহন করতে হবে।