আরো একবার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির তেলেসমাতি। আরো একবার আইপিএলের শিরোপা ঘরে তুলল ধোনির চেন্নাই সুপার কিংস। পরশু বৃষ্টিভেজা ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে আইপিএলের শিরোপা জিতেছে চেন্নাই। এ নিয়ে আইপিএলের ১৬ আসরের মধ্যে ৫ বারই শিরোপাজয়ের কীর্তি গড়ল ধোনির দল। শিরোপা সাফল্যে তারা ছুঁয়ে ফেলল মুম্বাই ইন্ডিয়ান্সকে। মুম্বাইও আইপিএলে শিরোপা জিতেছে ৫ বার।
চেন্নাইয়ের শিরোপাজয়ের মধ্য দিয়ে পুরোনো সেই প্রশ্নটাই সামনে উঠে এসেছে-ধোনির আইপিএল অধ্যায়ের কি সমাপ্তি ঘটে গেল? চেন্নাই পাঁচ বারই আইপিএল শিরোপা জিতল ধোনির অধিনায়কত্বে। কাজেই চেন্নাই ভবিষ্যতেও এই তেলেসমাতি অধিনায়কের কাঁধেই দায়িত্ব চাপাতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্নটা তুলে দিচ্ছে ধোনির বয়স। অধিনায়ক হিসেবে ভারতকে এক বার টি-টোয়েন্টি বিশ্বকাপ, এক বার ওয়ানডে বিশ্বকাপ, এক বার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ও তিন বার এশিয়া কাপের শিরোপা জেতানো ধোনির বয়স ৪২ ছুঁইছুঁঁই। আগামী বছর পৌঁছে যাবেন ৪৩ ছুঁইছুঁই অবস্থানে। তখনো আইপিএলের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে খেলার মতো ফিট থাকবেন কি না, তা নিয়ে একটা সংশয় থাকেই।
সেই সংশয় থেকেই পরশু চেন্নাইয়ের শিরোপাজয়ের পর প্রশ্নটা সরাসরি ধোনিকেও করা হয়েছিল- এটাই তার শেষ আইপিএল ছিল, নাকি আগামী বছরও তাকে দেখা যাবে? উত্তরে ধোনি কোনো কিছু স্পষ্ট তো করেনইনি, উলটো ধোঁয়াশাটা আরো মাস ছয়েকের জন্য জিঁইয়ে রাখলেন। বলেছেন, বিষয়টা নিয়ে আরো মাস ছয়েক ভাববেন, তারপর নেবেন পাকা সিদ্ধান্ত! ভেবেচিন্তে ধোনি কী সিদ্ধান্ত নেবেন, সেটা সময়ই বলে দেবে। তবে একটা বিষয় তো এবারের আইপিএলেই স্পষ্ট হয়েছে, ব্যাট হাতে ধোনির সেই আগ্রাসী ভাব ও নির্ভরতা আগের মতো আর নেই!
অধিনায়ক হিসেবে সফল হলেও ব্যাট হাতে এবারের আইপিএলে নিজের ক্যারিশমা দেখাতে ব্যর্থ হয়েছেন ধোনি। গুজরাটের বিপক্ষে ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে নেমে মেরেছেন গোল্ডেন ডাক! সুতরাং ধোনির আগামী মৌসুমে খেলাটা চ্যালেঞ্জিংই হবে। আগের দিন বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় ফাইনাল গড়ায় রিজার্ভ ডেতে। পরশু সেই রিজার্ভ ডেতেও হানা দিয়েছিল বৃষ্টি। তার আগেই প্রথমে ব্যাট করে গুজরাট ৪ উইকেট হারিয়ে ২১৪ রানের পুঁজি গড়ে। তবে বৃষ্টির কারণে কার্টেল ওভারে ধোনির চেন্নাইয়ের সামনে নতুন লক্ষ্য নির্ধারণ হয় ১৫ ওভারে ১৭০ রান। ৫ উইকেট হারিয়ে ঠিকই লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। শেষ বলে ৪ মেরে দলের জয় নিশ্চিত করেন জাদেজা।