দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ)উদযাপনে মিলাদ মাহফিল-আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৫২ অপরাহ্ণ   |   ৫৩ বার পঠিত
দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ)উদযাপনে মিলাদ মাহফিল-আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ:-

 

নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।

 




বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুনিরুল আনোয়ারের সভাপতিত্বে মিলাদুন্নবী মাহফিলে আলোচনা অংশ গ্রহণ করে সিনিয়র শিক্ষক, মাওলানা মোহাম্মদ সাইফুর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াছ, শিক্ষক আব্দুল আজিজ। 


অনুষ্ঠানে বিশেষ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ মোখতার আহমেদ। 


 



এছাড়া মঞ্চে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষিকা হোমায় আরা বেগম সহ- অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এসময় বক্তারা বলেন, পরিবার,সমাজ ও দেশে গণমানুষের মধ্যে নবী (সাঃ) এর জীবন আদর্শ, স্বচ্ছ চরিত্রের গুনা বলী তুলে ধরে ইসলাম প্রচারের তাঁর শ্রেষ্ঠ অবদান দেশ সমাজে ছড়িয়ে দিতে হবে।
মোনাজাত শেষে তবারুক বিতরণ করে দোয়া মাহফিল সম্পন্ন করা হয়।