চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঝুলন্ত অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ   |   ১০৩ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঝুলন্ত অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার খয়রাবাদ এলাকার একটি বাড়ির ঘর থেকে এক নারীসহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 

পুলিশের প্রাথমিক ধারণা, তারা দুজনই একসঙ্গে আত্মহত্যা করেছেন।
 

নিহতরা হলেন—সান মোহাম্মদ সনুর স্ত্রী মোসা. টুশি (২৪) এবং শিবগঞ্জ উপজেলার আরগাড়াহাট এলাকার মৃত মোসারফ হোসেনের ছেলে রাকিব (২৮)। রাকিব ছিলেন প্রবাসী টুশির পূর্বপরিচিত বলে জানিয়েছে পুলিশ।
 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়ির একটি ঘরের দরজা ভেঙে দেখি, তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় টুশি ও রাকিব ঝুলে আছেন। আমরা ধারণা করছি, তারা একসঙ্গে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।"