হোসেন বাবলা, চট্টগ্রাম, ঢাকা প্রেস:-
চট্টগ্রামের মমতা মাতৃসদন হাসপাতালে তারণ্য উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে তালতলা এলাকার মমতা মাতৃসদন হাসপাতাল মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ও চট্টগ্রাম লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর আলহাজ্ব রফিক আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুক, সিনিয়র পরিচালক (সমন্বয়) মিসেস স্বপ্না তালুকদার, পরিচালক (অর্থ) ইকবাল আল মাহমুদ, পরিচালক ও ক্লিনিক ম্যানেজার মিসেস রেহেনা বেগম, সিনিয়র কনসালটেন্ট (পাবলিক হেলথ) ডা. ফারহানা তাবাসসুম এবং সন্ধানী চমেক ইউনিটের কো-অর্ডিনেটর স্মিতা বিশ্বাস।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনিটি লিডারের প্রতিনিধি ও সংগঠক মো. নওশাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সংগঠক আশরাফ উদ্দিন আল সাবা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সন্ধানী রক্তদান ইউনিটের সদস্যরা।
তারণ্য উৎসবের অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, হেপাটাইটিস বি বিষয়ে পরামর্শ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, “রক্ত দিন, জীবন বাঁচান”—এটি শুধু একটি স্লোগান নয়, এটি মানবতার দায়বদ্ধতা। তারা সবাইকে নিয়মিত রক্তদানে উৎসাহিত করেন এবং স্বাস্থ্য সচেতন জীবন গঠনের আহ্বান জানান।
কর্মসূচিতে মোট ২৫ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় এবং শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও সন্ধানী আইডি কার্ড পান।