ইরানে সহিংসতায় আরও দুইজন নিহত, বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ২৫ প্রদেশে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ জানুয়ারি ২০২৬ ০৪:২৪ অপরাহ্ণ   |   ৪৬ বার পঠিত
ইরানে সহিংসতায় আরও দুইজন নিহত, বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ২৫ প্রদেশে

অনলাইন ডেস্ক

 

ইরানের চাহারমাহাল ও বাখতিরি প্রদেশের লর্ডেগান শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে।
 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকালে শহরের বিভিন্ন সড়কে প্রায় ৩০০ জন ব্যবসায়ী দোকান বন্ধ করে সমবেত হন। বিক্ষোভকারীরা একটি সেতুর কাছে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছু ব্যক্তি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালান। সংঘর্ষে দুজন প্রাণ হারান। এ সময় লর্ডেগান গভর্নরের দপ্তরসহ কয়েকটি প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
 

ইরানে ১২ দিন ধরে চলা বিক্ষোভ মূলত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, দেশের ৩১ প্রদেশের মধ্যে ২৫টিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। চলমান সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।
 

বিশেষজ্ঞরা বলছেন, চলতি বিক্ষোভগুলো ২০২২-২৩ সালের মাশা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে ছড়ানো বিক্ষোভের তুলনায় সবচেয়ে বড়। অর্থনৈতিক সংকট ও গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘাত নতুন করে খামেনি প্রশাসনের ওপর চাপ বৃদ্ধি করেছে।