রাজধানীর মগবাজার ও ওয়ারলেস গেট এলাকায় খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে এলহাম চৌধুরী ও তার বোন আফরিদা চৌধুরী নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে দাফনের জন্য মরদেহ দুটি কুমিল্লায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
হাতিরঝিল থানার পুলিশ জানায়, শনিবার দুপুরে মগবাজার কমিউনিটি হাসপাতাল থেকে একজন এবং রাশমনো হাসপাতাল থেকে অপরজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে দুটিরই ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত দুই শিশুর পরিবার জানিয়েছে, খাবার খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ে। পরে স্বজনরা দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
স্বজনরা আরও জানান, আফরিদা চৌধুরী বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৮ বা ১৯ ডিসেম্বরের মধ্যে খাবার খাওয়ার পর দুই শিশুই অসুস্থ হয়ে পড়ে।
তবে পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ খাবারের কারণে নাকি অন্য কোনো কারণে—তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।