৪৮ ঘণ্টার মধ্যে হিযবুত তাহরীরের মিছিলকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম: আবদুল কাদের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ মার্চ ২০২৫ ০১:৫৪ অপরাহ্ণ   |   ৯২ বার পঠিত
৪৮ ঘণ্টার মধ্যে হিযবুত তাহরীরের মিছিলকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম: আবদুল কাদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:-

 

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিছিলকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের।
 

শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ আলটিমেটাম দেন। সমাবেশটি আয়োজন করা হয় ‘নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রকাশ্য কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে এবং রাষ্ট্রীয় বাহিনীর ব্যর্থতার প্রতিবাদে’।

 

সমাবেশে বক্তারা প্রশাসনের নীরব ভূমিকার কঠোর সমালোচনা করেন। আবদুল কাদের বলেন, “বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলমানদের দেশ, ধর্মীয় সম্প্রীতির দেশ। বাকস্বাধীনতা ফিরে আসার সুযোগকে কাজে লাগিয়ে উগ্র জঙ্গিগোষ্ঠী তাদের কার্যক্রম চালাচ্ছে। কয়েকদিন আগে ঘোষণা দিয়েই তারা কর্মসূচি পালন করেছে—কিন্তু প্রশাসন কী করেছে?”
 

তিনি আরও বলেন, “শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানাচ্ছি—ধর্মের মূল শিক্ষা ভালোভাবে জানুন, উগ্রবাদের পাল্লায় পড়ে বিদ্বেষ ছড়াবেন না। যারা আজ উগ্রবাদের মিছিল করেছে, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। সেই সঙ্গে যেসব ব্যক্তি বা গোষ্ঠীর নীরব মদদে এই কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।”

 

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান বলেন, “হিযবুত তাহরীরের মিছিলের প্রচারণা অনেক আগে থেকেই চলছিল। মোড়ে মোড়ে পোস্টার সাঁটানো হয়েছিল। কিন্তু প্রশাসন কোনো কঠোর ব্যবস্থা নেয়নি। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে—মাগুরায় সাত বছরের শিশুকে ধর্ষণের ঘটনা তারই প্রমাণ। এ পরিস্থিতির জন্য পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো দায়ী।”

 

জাহিদ আহসান আরও বলেন, “হিযবুত তাহরীরের সঙ্গে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নেই। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং রাজনৈতিক অরাজকতা সৃষ্টি করতে চায়। তারা চায় শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে। কিন্তু তাদের ষড়যন্ত্র কোনোভাবেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না।”

 

সমাবেশে আরও বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, মুখপাত্র আশরেফা খাতুন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম।