মাদারগঞ্জ ৪ নং বালিজুড়ী ইউনিয়নের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ অক্টোবর ২০২৫ ০২:১৭ অপরাহ্ণ   |   ১৪ বার পঠিত
মাদারগঞ্জ ৪ নং বালিজুড়ী ইউনিয়নের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসাইন, জামালপুর প্রতিনিধি:-

 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলাধীন ৪ নং বালিজুড়ী ইউনিয়নের নাংলা বাধের মাথা বাজারে মাদক, জুয়া, নারী নির্যাতন, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, অশ্লীলতা, সন্ত্রাস, সাইবার অপরাধ ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক সচেতনতামূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে মাদারগঞ্জ মডেল থানা আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভার মূল উদ্দেশ্য ছিল—জনগণকে আইনশৃঙ্খলা রক্ষায় সম্পৃক্ত করা এবং সমাজে নৈতিক মূল্যবোধ জাগ্রত করে নিরাপদ সমাজ গঠন।
 

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাধের মাথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বন্যা।
 

সভায় সভাপতিত্ব করেন বাধের মাথা বাজার বণিক সমিতির সভাপতি ডা. শাহিনুর ইসলাম।
 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার শামছুজ্জামান।
 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
 মাদারগঞ্জ মডেল থানার এসআই সাইফুল মালেক, ৪নং বালিজুড়ী  ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুসা, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রসুল মাহমুদ,৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলম সুনারু, ৪নং বালিজুড়ী ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা রক্তিম,৪নং বালিজুড়ী ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ফায়েজুল ইসলাম লাঞ্জু, স্বেচ্ছাসেবক দলের নেতা ফরিদুল ইসলাম সোনা, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব চাঁন মিয়া প্রমুখ।

 

বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও যুব সমাজকে নৈতিকতার পথে ফিরিয়ে আনতে পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগই হতে পারে সর্বোত্তম সমাধান। তারা মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
 

প্রধান অতিথি শামছুজ্জামান তাঁর বক্তব্যে বলেন,
“আইনশৃঙ্খলা বাহিনী একা সমাজকে অপরাধমুক্ত করতে পারবে না। এজন্য প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে মাদক, জুয়া, ইভটিজিংসহ সামাজিক অপরাধ নির্মূল সম্ভব।”


সভায় বক্তারা অভিভাবক, শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণির মানুষকে নৈতিকতা চর্চা ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


এ সময় বাজারে উপস্থিত শতাধিক মানুষ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হলে সমাজে অপরাধ প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে এবং সামাজিক বন্ধন আরও মজবুত হবে।