কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকার রেলসেতুর নিচ থেকে আব্দুস সাত্তার (৭০) নামের এক বৃদ্ধের মাথাবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
 
নিহত আব্দুস সাত্তার পাবনার সুজানগর থানার শ্যামনগর গ্রামের আবু বক্করের ছেলে। তার পকেটে থাকা একটি চিকিৎসকের প্রেসক্রিপশন থেকেই পরিচয় শনাক্ত করে পুলিশ। বিকেলে নিহতের ছেলে উজ্জ্বল খাঁ মরদেহটি শনাক্ত করেন। পরবর্তীতে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 
কুষ্টিয়া পোড়াদহ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর সাড়ে চারটার দিকে নকশীকাঁথা ট্রেনে কাটা পড়ে সাত্তারের মৃত্যু হয়।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গড়াই নদীর ওপর নির্মিত রেলসেতুর নিচে এক বৃদ্ধের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়। দুপুরের দিকে রেলওয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি হাসপাতালে পাঠায়।
 
নিহতের ছেলে উজ্জ্বল খাঁ জানান, ‘বাবা সোমবার সকালে বাড়ি থেকে ফরিদপুরের মধুখালীতে বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছাননি। আজ জানতে পারলাম, ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন।’