রাজধানীতে চাঁদা না দেওয়ায় প্রতিষ্ঠানে ঢুকে গুলি, আহত তিন

প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ ৪৭১ বার পঠিত
রাজধানীতে চাঁদা না দেওয়ায় প্রতিষ্ঠানে ঢুকে গুলি, আহত তিন

ঢাকা প্রেস নিউজ


রাজধানীর মিরপুর ইসিবি এলাকায় চাঁদাবাজির বিরোধিতায় এক ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে গুলি করা হয়েছে। এ ঘটনায় তিনিসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর ইসিবি চত্ত্বরের বিজি টাওয়ারের পাশে অবস্থিত টেস্টি লাউঞ্জে এই হামলা চালানো হয়। আহতরা হলেন- প্রতিষ্ঠানের মালিক স্বপ্না আক্তার, কন্ট্রাক্টর কবির হোসেন এবং একজন কর্মচারী।
 

স্বপ্না আক্তার জানান, অনলাইন গ্রুপের মালিক আকতার হোসেন তার কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি এই দাবি প্রত্যাখ্যান করলে আকতারের ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীরা দোকানে ঢুকে তাকে এবং তার কর্মচারীদের বেধড়ক মারধর করে এবং গুলি করে।
 

এ ঘটনায় স্থানীয়রা জানান, হামলাকারীরা দিনের আলোতে এই নির্মম কাজটি করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।