মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ-১০ (গফরগাঁও–পাগলা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর প্রার্থী হিসেবে এডভোকেট সাইফুস সালেহীনকে চূড়ান্ত করা হয়েছে। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের সাবেক সভাপতি, বাংলাদেশ যুব ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং সিপিবি গফরগাঁও উপজেলা শাখার现 সম্পাদক।
৬ ডিসেম্বর ২০২৫ (শনিবার) সন্ধ্যায় গফরগাঁও আদর্শ শিশু নিকেতন মিলনায়তনে অনুষ্ঠিত সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পার্টির উপজেলা শাখার সদস্য কমরেড সাইদুল ইসলাম।
সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদ নির্বাচন এবং পার্টির সদস্যপদ নবায়ন বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন কমরেড সাইফুস সালেহীন। আলোচনা পর্বে অংশ নেন লুৎফর রহমান কাজল ঢালী, মাসুদ মিয়া, জামাল উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে মহান বিজয় দিবস উদযাপনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ আসনে এডভোকেট সাইফুস সালেহীনকে সিপিবি’র প্রার্থী হিসেবে সর্বসম্মতভাবে চূড়ান্ত করা হয়।