 
                            
ঢাকা প্রেস নিউজ ডেস্ক:-
ঢাকার সাভারের আশুলিয়ায় এক শিশু ও তার মা-বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে নরসিংহপুর এলাকায় ভাড়া বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী ও সন্তানকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।
নিহতরা হলেন—রুবেল আহমেদ (৩৫), তাঁর স্ত্রী সোনিয়া আক্তার (৩০) এবং তাঁদের মেয়ে জামিলা আক্তার (৫)। তাঁরা মূলত বগুড়ার ধুনট উপজেলার নলডাঙ্গা গ্রামের বাসিন্দা। আশুলিয়ার নরসিংহপুরে আবুল হোসেন দেওয়ানের বাড়িতে ভাড়া থাকতেন এই পরিবার। রুবেল পেশায় রাজমিস্ত্রি এবং সোনিয়া স্থানীয় একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রতিবেশীরা জানান, বিকেল পাঁচটার দিকে কাজ শেষে ফিরে এসে রুবেলদের কক্ষের দরজা-জানলা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে কৌশলে জানালা খুলে তাঁরা ভেতরে রুবেলকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খাটের ওপর পড়ে ছিল তাঁর স্ত্রী ও মেয়ের নিথর দেহ। পরে খবর দেওয়া হয় পুলিশকে। রাত আটটার দিকে আশুলিয়া থানা-পুলিশ দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।
প্রতিবেশী ভাড়াটিয়া মো. সোহাগ বলেন, তিনি অফিস থেকে ফেরার পর চিৎকার শুনে ঘটনাস্থলে যান। জানালা দিয়ে দেখেন, রুবেল গলায় ফাঁস দিয়েছেন। খাটের ওপর শিশুর নাক দিয়ে কিছু বের হচ্ছিল এবং স্ত্রীর নাক দিয়ে রক্ত ঝরছিল। তিনি আরও জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে শুনেছেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান ভুঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় পাওয়া যায়। পরে দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী ও সন্তানকে হত্যার পর রুবেল আত্মহত্যা করেছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে সিআইডি তদন্ত শুরু করেছে।
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    