ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো রেজাউল করিম মল্লিককে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ এপ্রিল ২০২৫ ০১:৫২ অপরাহ্ণ   |   ১০৯ বার পঠিত
ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো রেজাউল করিম মল্লিককে

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
 

আদেশে বলা হয়, রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে তাকে সেখানে দায়িত্ব পালন করতে হবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
 

উল্লেখ্য, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের স্বাক্ষরে রেজাউল করিম মল্লিককে ডিবিপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন এবং এর আগে সিআইডিসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন।
 

রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন সম্প্রতি মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার ও আটক নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। গত বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা থেকে মেঘনাকে আটক করে ডিবি। পরদিন বৃহস্পতিবার রাতে তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ না দেখিয়ে এই ধরণের প্রতিরোধমূলক আটক প্রশ্নের মুখে পড়ে এবং জনমনে বিতর্কের সৃষ্টি হয়।
 

এ বিষয়ে আজ রোববার এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেন, মেঘনা আলমকে যেভাবে আটক করা হয়েছে, তা সঠিক হয়নি।