সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাটোর জেলার সব উপজেলা হতে রঙিন ব্যানার ফেস্টুনে শোভাযাত্রা সহকারে নাটোরে উপস্থিত হন।শোভাযাএা শহর প্রদক্ষিণ শেষে শহরের প্রেসক্লাব সামনে সমবার এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা এডভোকেট এম. এ. রুহুল কুদ্দুস তালুকদার (দুলু), নাটোর জেলা বিএনপির আহবায়ক জনাব রহিম নেওয়াজ, নাটোরের জেলা বিএনপির সদস্য সচিব জনাব আসাদুজ্জামান আসাদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির আগামী কর্মসূচি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তারা দলীয় ঐক্য ও গণতান্ত্রিক অধিকারের সংরক্ষণে এক সাথে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে দলীয় স্লোগান ও উল্লাসের মধ্য দিয়ে বিএনপির রাজনৈতিক ঐক্যবদ্ধ বার্তা হিসেবে প্রতিফলিত হয়।