মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিশেষ অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্ম ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সীমান্তে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল (১৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে, শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি মোড় থেকে পশ্চিমে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে।
অভিযানে Tapentadol নামের ৫০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জব্দকৃত ট্যাবলেটগুলো জিডি করার পর শিবগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রতিবেশী দেশ থেকে যেকোনো ধরনের মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সর্বদা সজাগ রয়েছে।”