অভিযানে হামলার শিকার এসিল্যান্ড ও এসআই, গ্রেপ্তার ২

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১০ অপরাহ্ণ   |   ১০৬ বার পঠিত
অভিযানে হামলার শিকার এসিল্যান্ড ও এসআই, গ্রেপ্তার ২

কুমিল্লার দাউদকান্দিতে কৃষি জমির মাটি অবৈধভাবে ড্রেজার দিয়ে কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে হামলার শিকার হন এসিল্যান্ড ও পুলিশের সদস্যসহ ছয়জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র কৃষি জমির মাটি অবৈধভাবে ড্রেজার দিয়ে কেটে বিক্রি করছিল। অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অবৈধ ড্রেজার মেশিন উচ্ছেদের সময় মুবারকপুর গ্রামের জামালের ছেলে শাহিন, লক্ষ্মীপুর গ্রামের হোসেনের ছেলে হাসেন, তার স্ত্রী সেলিনা, বোন সাথী, ওহাবের ছেলে শরীফ, আব্দুল কুদ্দুসের ছেলে জামিরসহ ২০-৩০ জনের একটি দল এসিল্যান্ড ও পুলিশের ওপর হামলা চালায়।


হামলায় আহত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ, এসআই মো. মোহসিন (৩২), কনস্টেবল আতিকুর রহমান, সজল, নুরুল আবসার, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভূমি কর্মকর্তা জয়নার আবেদিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সায়রাত সহকারী শাহাদাৎ হাসান।


দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, হামলায় জড়িত থাকার অভিযোগে হাসেনের স্ত্রী সেলিনা ও বোন সাথীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ বলেন, "ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আমাদের ওপর হামলা চালানো হয়। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"