পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

প্রকাশকালঃ ০৩ জানুয়ারি ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ ০ বার পঠিত
পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

ঢাকা প্রেস

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-

 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

৩ জানুয়ারী শুক্রবার বিকেল ৩টায় পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

 

উক্ত সম্মেলনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খায়রুল ইসলাম চাঁন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম চৌধুরী (মঞ্জু)। 

 

এ ছাড়াও কমিটির ৩৫ সদস্যদের নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করানো হয়।

 

উক্ত সম্মেলনে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খায়রুল ইসলাম চাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক গোলাম রব্বানী। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা ও গাইবান্ধা-৩ আসনের জামায়াত মনোনীত পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

 

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি নুরুন্নবী প্রধান, সেক্রেটারী আবুল হাসান নয়া মিয়া, সহ-সভাপতি পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। আরো উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা সাখাওয়াত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।