নাটোর প্রতিনিধি:-
নাটোরের সিংড়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর সিদ্দিক (২২) নামে এক মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিজয়নগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক বিজয়নগর গ্রামের আবু হানিফের ছেলে এবং পিপুলশন কওমী মাদ্রাসার ছাত্র।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে বিজয়নগর মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার সামনে থেকে আবু বক্কর তাকে ফুসলিয়ে একটি কক্ষে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আবু বক্কর পালিয়ে যায়। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিজয়নগর মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম মনির হোসেন জানান, ১০ দিনের ছুটিতে সবাই বাড়ি চলে যাওয়ায় মাদ্রাসায় কেউ ছিল না। এই সুযোগে এ ঘটনা ঘটেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় ধর্ষণ মামলা করলে বুধবার রাতে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।