২০২৬ সালের পবিত্র হজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এই নির্দেশনাগুলো জানিয়ে বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোর কাছে চিঠি পাঠিয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের হজ। এ বছর বাংলাদেশের হজ কোটা নির্ধারিত হয়েছে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজে যাওয়ার প্রাথমিক নিবন্ধন শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর)।
সৌদি সরকারের ছয় নির্দেশনা নিচে দেওয়া হলো—
১. তথ্য প্রেরণ:
বাংলাদেশের সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজযাত্রীদের সংখ্যা, জেদ্দা ও মদিনা বিমানবন্দর হয়ে আগমন-প্রত্যাগমনকারী যাত্রীদের পরিসংখ্যানসহ প্রয়োজনীয় তথ্য দ্রুততম সময়ের মধ্যে প্রেরণ করতে হবে, যাতে হজ চুক্তির খসড়া প্রণয়ন সহজ হয়।
২. আবাসন নীতিমালা:
হজযাত্রীদের এক ভবন থেকে অন্য ভবনে স্থানান্তর (শিফটিং), মাসার সিস্টেমের বাইরে কোনো ভবনে আবাসন বা অননুমোদিত ভবনে থাকার ব্যবস্থা করা যাবে না। এসব নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট এজেন্সি ও প্রধানকে কালো তালিকাভুক্ত করা হবে এবং সৌদি আরবে স্থায়ীভাবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
৩. কালো তালিকাভুক্ত এজেন্সি নিষিদ্ধ:
২০২৫ সালের হজ মৌসুমে কালো তালিকাভুক্ত কোনো এজেন্সি ২০২৬ সালের হজ পরিচালনায় অংশ নিতে পারবে না।
৪. হোয়াটসঅ্যাপ যোগাযোগ ব্যবস্থা:
সৌদি হজ মন্ত্রণালয় কার্যকর সমন্বয়ের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছে। সেখানে দ্রুত বাংলাদেশের সরকারি ও বেসরকারি হজযাত্রী সংখ্যা, তাঁবু বুকিং, লিড এজেন্সির নাম ও বিবরণ, ওয়ালেট ও ব্যাংক তথ্যসহ সব তথ্য আপলোড করতে হবে।
৫. স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা:
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ৯ ধরনের জটিল রোগে আক্রান্ত কেউ হজে অংশ নিতে পারবেন না। প্রত্যেক হজযাত্রীর জন্য ‘হজ অ্যাফেয়ার্স সার্টিফিকেট’ বাধ্যতামূলক করা হয়েছে। সার্টিফিকেটে ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট মেডিকেল টিমের প্রধানকে সৌদি আরবে নিষিদ্ধ করা হবে এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমও বন্ধ করা হবে।
৬. নুসুক কার্ড সরবরাহ:
২০২৬ হজ মৌসুমে নুসুক কার্ড হজযাত্রীদের সৌদি আরবের বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছানো বাসে সরবরাহ করা হবে। এজন্য প্রতিটি সংস্থাকে আগেই হজযাত্রীদের হোটেলের নাম, ঠিকানা, কক্ষ ও বেড নম্বরসহ পূর্ণাঙ্গ তথ্য সরবরাহ করতে হবে, যা নুসুক কার্ডে অন্তর্ভুক্ত করা হবে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ নির্দেশনাগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।