রাজধানীতে গাড়ির চাপায় অজ্ঞাত নারী নিহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৫ ০১:৫৩ অপরাহ্ণ   |   ১১৭ বার পঠিত
রাজধানীতে গাড়ির চাপায় অজ্ঞাত নারী নিহত

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর রাজারবাগে অজ্ঞাত এক নারী গাড়ির চাপায় নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে রাজারবাগ আউটার সার্কুলার রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ২২ বছর, তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
 

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম জানান, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাত দেড়টার দিকে গ্রিন লাইন কাউন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

রাত আড়াইটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে এবং রোববার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন এসআই রিয়াজুল ইসলাম।