রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল চার দোকান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ জানুয়ারি ২০২৫ ০১:৪৯ অপরাহ্ণ   |   ৭৫ বার পঠিত
রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল চার দোকান

ঢাকা প্রেস,রাঙামাটি প্রতিনিধি:-

 

রাঙ্গামাটি শহরের তবলছড়িতে মধ্যরাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২২ জানুয়ারি) রাত তিনটার দিকে তবলছড়ি কালী মন্দিরের সামনের এ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, "মধ্যরাতে আগুনের খবর পেয়ে দেখি দোকানগুলো দাউ দাউ করে জ্বলছে। আমরা প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"
 

দোকান মালিক মিঠু দাশ বলেন, "রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। হঠাৎ মধ্যরাতে খবর পাই দোকানে আগুন লেগেছে। দ্রুত এসে দেখি, আমার পুরো দোকান আগুনে জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভালেও ততক্ষণে আমার সবকিছু শেষ হয়ে গেছে।"
 

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আনছার বলেন, "সাড়ে তিনটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।"
 

এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা তাদের জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।