ঢাকা প্রেস নিউজ
রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৫’ প্রদান করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পদকপ্রাপ্তদের তালিকা:
পদক প্রদান অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আমাদের তরুণ প্রজন্ম নতুন পৃথিবী গঠনের নেতৃত্ব দিতে চায় এবং তারা সে জন্য প্রস্তুত। ছেলে-মেয়ে নির্বিশেষে সবাই এক নতুন সভ্যতা নির্মাণে অঙ্গীকারবদ্ধ, যেখানে পৃথিবীর সকল সম্পদের ওপর প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে।” তিনি আরও বলেন, “জাতির জন্য যারা অবদান রেখেছেন, তাদের একুশে পদক প্রাপ্তিতে আমরা গর্বিত। আপনারা জাতির পথপ্রদর্শক, আপনাদের অনুপ্রেরণায় দেশ উন্নতির শিখরে পৌঁছাবে।”
প্রধান উপদেষ্টা পদকপ্রাপ্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের সাফল্য দেশের জন্য গৌরবের বিষয়। জাতি আপনাদের অবদান চিরদিন স্মরণে রাখবে।”