পুলিশ সদস্যদের সহযোগিতা করার আহ্বান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ আগu ২০২৪ ০১:৩৯ অপরাহ্ণ   |   ৬০২ বার পঠিত
পুলিশ সদস্যদের সহযোগিতা করার আহ্বান

ঢাকা প্রেস নিউজ


পুলিশ সদর দপ্তর সকলকে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে।

 

বৃহস্পতিবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশ সদস্যরা কর্মস্থলে যাওয়ার পথে বাধার সম্মুখীন হচ্ছেন বলে যেসব খবর প্রচার হচ্ছে, তার কোন সত্যতা পাওয়া যায়নি। জনসাধারণকে গুজবে বিশ্বাস না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
 

এর আগে, বুধবার পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম সারা দেশের সকল পুলিশ সদস্যকে ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে যেসব পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন, তাদের সহযোগিতা করার জন্য সকল শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতা, ছাত্র-ছাত্রী ও আপামর জনসাধারণের প্রতি পুলিশ সদর দপ্তর আহ্বান জানিয়েছে।
 

পুলিশ সদর দপ্তরের এই আহ্বানে সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।