
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২ ডিসেম্বর ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবস উদযাপনে অংশ নেয় চেতনা মানবিক উন্নয়ন সংস্থার পাশাপাশি সমতা নারী উন্নয়ন সংস্থা, আহমদ নগর কমপ্লেক্স (আনক) ও অগ্রদূত বাংলাদেশ।

র্যালি শুরু হয় জেলা সদরের কাঁঠালবাগিচা গাবতলা মোড় থেকে এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে চেতনা মানবিক উন্নয়ন সংস্থার ফাল্গুন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার। সভাপতিত্ব করেন চেতনা মানবিক উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন উল আলম। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাফরুল উল আলম। এছাড়া আর এস ডি এফ-এর নির্বাহী পরিচালক মনজুরুল ইসলাম বাবু এবং সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন উপস্থিত ছিলেন।
আলোচকরা বলেন, দক্ষতা, সেবা ও সহায়তা কাঠামোর মাধ্যমে যোগাযোগ সৃষ্টি করে অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় সম্পৃক্তকরণই বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি দুই দশক ধরে কাজ করে আসছে। সহযোগী প্রতিষ্ঠানগুলোকে বিশেষ ও সাধারণ অনুদান প্রদান এবং উদ্ভাবনীমূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে এ সংস্থার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে: গাভী পালন, গরু মোটাতাজাকরণ, ছাগল ও ভেড়া বিতরণ, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ, পাপস তৈরি প্রশিক্ষণ। এছাড়াও দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে স্বাস্থ্যসম্মত সেমি-পাকা ল্যাট্রিন স্থাপন, নিরাপদ পানি সরবরাহে নলকূপ স্থাপন ও গৃহনির্মাণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসব কার্যক্রম বিভিন্ন দরিদ্র পরিবারের সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছে।