ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলা শহরের এক বিএনপির নেতার বাড়ি থেকে ‘মদ্যপ’ অবস্থায় দুই বিএনপি নেতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের মোল্লাপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১৫ জানুয়ারি) আদালতে সোপর্দ করলে জামিনে মুক্তি পান তারা।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- জেলা বিএনপির সদ্য সাবেক ক্রীড়া সম্পাদক সামিউর রহমান হিরা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদ্য সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম তারা, তাপস দাস, শাহিন, ছামিউল, আক্কেল, জাকির হোসেন, হেলালুর রহমান ও রিয়াজুল ইসলাম।
পুলিশ জানায়, বিএনপি নেতা হিরার বাড়ি থেকে মদ্যপ অবস্থায় ৯ জনকে আটক করা হয়। পরে তাদেরকে ৩৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়।
সদর থানার ওসি নাজমুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার রাতে ৯ জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রাথমিক পরীক্ষা শেষে থানা হাজতে নেওয়া হয়। বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।’
আদালত সূত্র জানায়, জামিনযোগ্য ধারায় গ্রেফতার হওয়ায় আদালত আসামিদের জামিনে মুক্তির আদেশ দেন।
অভিযোগ রয়েছে, বিএনপি নেতা হিরার বাড়িতে নিয়মিত মদ ও জুয়ার আসর বসে। এ ছাড়াও তার বিরুদ্ধে শহর কেন্দ্রিক বালুর ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।