কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযান; টাফেন্টেনল ট্যাবলেটসহ আটক ৪, মোবাইল কোর্টে কারাদণ্ড

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ নভেম্বর ২০২৫ ০৩:৫২ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযান; টাফেন্টেনল ট্যাবলেটসহ আটক ৪, মোবাইল কোর্টে কারাদণ্ড

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানে চারজন মাদকসেবীকে আটক করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেলে এই অভিযান পরিচালিত হয়।
 

আটককৃতরা হলেন— চারেঙ্গা মধ্যপাড়া গ্রামের মোঃ শহিদুল আলমের ছেলে মোঃ ওমর ফারুক (৪০), পলাশ বাজী মুন্সিপাড়া গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ কাজিউল ইসলাম (৩৫), নাজিরা ডাক্তারপাড়া গ্রামের মোঃ গোলাম আজমের ছেলে মোঃ হামিদ (৩৮) এবং জকরিয়াগাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ মোখলেছুর রহমান (২৮)।
 

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পাশেই চারজন ব্যক্তি প্রকাশ্যে টাফেন্টেনল ট্যাবলেট সেবন করছিলেন। বিষয়টি জানতে পেরে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করেন।
 

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালত তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়।
 

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “মাদকবিরোধী অভিযানে আমরা কোনো প্রকার ছাড় দিচ্ছি না। সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলবে।”
 

অভিযানে স্থানীয় পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


স্থানীয়দের মতে, প্রশাসনের এমন তৎপরতা এলাকায় স্বস্তি এনেছে। তারা নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানোর দাবি জানিয়েছেন।