মনোহরপুর সীমান্ত হতে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় মোবাইল আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ মার্চ ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ   |   ৮৮ বার পঠিত
মনোহরপুর সীমান্ত হতে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় মোবাইল আটক

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- 

 

মোহনপুর সীমান্তে গোপন তথ্যের ভিত্তিতে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৫টা ৩০ মিনিটে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের ঝাইলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ ও চোরাচালানকৃত ৩০টি ভারতীয় মোবাইল উদ্ধার করে।

 



ধারণা করা হচ্ছে মোবাইল গুলো চোরাচালানের উদ্দেশ্যে সীমান্তের নিকটবর্তী চরে লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধারকৃত মোবাইল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

 এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।