তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ জুলাই ২০২৫ ০৩:৫৬ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিফাতুর রহমান সৌরভ নামের এক ব্যক্তি।
 

সৌরভের অভিযোগ অনুযায়ী, রোববার (২৭ জুলাই) মিরপুর-১ এলাকায় তাসকিন তাকে ফোন করে ডেকে নেন এবং সেখানে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আক্রমণ করেন। এ সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। থানা সূত্র জানায়, তাসকিন ও সৌরভের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।
 

বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, “মিডিয়ায় সকালে ঘটনাটি দেখেছি। আমিনুল ইসলাম বুলবুল ও ফাহিম ভাইও বিষয়টি জানেন। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। অভিযোগ সত্য হলে তা অত্যন্ত দুঃখজনক। জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের এমন ঘটনায় জড়ানো উচিত নয়। তদন্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না।”
 

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রশংসিত হন তাসকিন আহমেদ। তবে এবার মাঠের বাইরের এক ঘটনায় ফের আলোচনায় উঠে এলেন ৩০ বছর বয়সী এই পেসার।