ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঈদের ৬ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবে: মেয়র আতিক

প্রকাশকালঃ ১২ জুন ২০২৪ ০৪:৩২ অপরাহ্ণ ৭৮৮ বার পঠিত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঈদের ৬ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবে: মেয়র আতিক

ঢাকা প্রেস নিজঃ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ঘোষণা করেছেন যে এবারের কোরবানি ঈদে ৬ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে।

এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য ডিএনসিসি নতুন ৪০টি ট্রাক কিনেছে। বুধবার (১২ জুন) কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার জন্য এই ট্রাকগুলো উদ্বোধন করেন মেয়র আতিক।

গত বছর ঈদে ডিএনসিসি তিন দিনে প্রায় ২০ হাজার টন বর্জ্য অপসারণ করেছিল। নতুন ট্রাকগুলোর সাহায্যে এবার ঈদের দিনেই সব বর্জ্য সরিয়ে ফেলা সম্ভব হবে বলে আশা করছেন মেয়র আতিক।

 

মেয়র আতিক ঈদের প্রথম দুই দিনের মধ্যে কোরবানি শেষ করার জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, এতে করে বর্জ্য অপসারণে সুবিধা হবে এবং পরিবেশ দূষণও কমবে।

 

মেয়র আতিক আরও বলেছেন, পশুর হাটগুলোতে ইজারাদাররা ঠিকমত বর্জ্য পরিষ্কার করে না। তাই এবার ডিএনসিসি নিজেই হাটগুলোর বর্জ্য পরিষ্কার করবে। এর জন্য হাটের ইজারাদারদের কাছ থেকে ১০% টাকা কেটে রাখা হয়েছে।

 

মেয়র আতিক জানান, উত্তরা ১০ নম্বর সেক্টরে রাস্তার উপর একটি হাট বসানো হয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, কোন হাট যদি রাস্তার উপর বসে, তাদের জামানতের টাকা বাজেয়াপ্ত করা হবে।