বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি একটি ট্রলারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন নিখোঁজ এবং চারজন অগ্নিদগ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রলারটি জ্বালানি তেলের ড্রাম বহন করে হাতিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। তেলের ড্রামের ওপর পোলট্রি মুরগির খাবারের বস্তা রাখা ছিল। চলন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে এক ব্যক্তি দগ্ধ অবস্থায় নদীতে ঝাঁপিয়ে পড়েন, এরপর আরও কয়েকজন প্রাণ বাঁচাতে পানিতে লাফ দেন।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।