শেষ সেশনে ম্যাচের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৫ ০৫:৪৭ অপরাহ্ণ   |   ৮৪ বার পঠিত
শেষ সেশনে ম্যাচের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:-


 

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন দারুণ নাটকীয়তায় শেষ করেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে দিনের শুরুতে কিছুটা ভালো অবস্থানে থাকলেও, শেষ সেশনে বাংলাদেশ স্পিন আক্রমণে ম্যাচের লাগাম টেনে ধরে।
 

প্রথম সেশনে নিয়ন্ত্রিত সূচনা
প্রথম সেশনে দারুণ বোলিংয়ে ৭২ রানের মধ্যে জিম্বাবুয়ের দুই ওপেনারকে ফিরিয়ে দেয় স্বাগতিক বাংলাদেশ। পেসার তানজিম সাকিব তার টেস্ট অভিষেকে ব্রায়ান বেনেটকে আউট করেন। অপর ওপেনার বেন কারেনও ২১ রান করে সাজঘরে ফেরেন তাইজুল ইসলামের বলে। যদিও ওভারপ্রতি প্রায় ৫ রান দিলেও, তানজিম নতুন বলে কয়েকটি ভালো ডেলিভারি করেন।

 

ওয়েলস ও উইলিয়ামসনের প্রতিরোধ
দ্বিতীয় সেশনে জিম্বাবুয়ের পক্ষে প্রতিরোধ গড়ে নিক ওয়েলস ও শন উইলিয়ামসন। তৃতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়ে তারা চাপ সামাল দেন। ওয়েলস ৫৪ রান করে রিটায়ার্ড হার্ট হন, আর উইলিয়ামসন করেন ৬৭ রান। তাদের দৃঢ়তায় চা-বিরতির সময় পর্যন্ত সুবিধাজনক অবস্থানে ছিল জিম্বাবুয়ে।

 

ওয়েলসের রিটায়ার্ড হার্ট, ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত
দ্বিতীয় সেশনের পরপরই হাতে ক্র্যাম্প অনুভব করে ওয়েলস মাঠ ছাড়লে ম্যাচের মোড় ঘুরে যায়। এরপর অধিনায়ক ক্রেগ আরভিন দ্রুত আউট হন এবং বাংলাদেশের স্পিনাররা আক্রমণ চালিয়ে দেন।

 

শেষ সেশনে স্পিন ধ্বংসযজ্ঞ
শেষ সেশনে মাত্র ১৮ ওভারে জিম্বাবুয়ের সাতটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাইজুল ইসলাম একাই নেন ৪ উইকেট এবং নাঈম হাসান নেন ২টি উইকেট। ৪০ রানের ব্যবধানে সাত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। দিন শেষে ৯ উইকেটে ২২৭ রানে পৌঁছায় জিম্বাবুয়ে। উইকেটরক্ষক তাফাদওয়া সিগা ৫৯ বল মোকাবিলা করে অপরাজিত থাকেন ১৮ রানে।

 

তাইজুলের দুর্দান্ত ফাইফার
টেস্টে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য স্পিনার তাইজুল ইসলাম এই ম্যাচেও উজ্জ্বল। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে নিজের ক্যারিয়ারে ১৬তম ফাইফার তুলে নেন তিনি। ৫৩ টেস্টে তার উইকেটসংখ্যা দাঁড়ালো ২২৪-এ। দু’বার দুই ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তিও রয়েছে তার ঝুলিতে।