গাইবান্ধার এইচ এস সি পরীক্ষার ফরম পুরনে অতিরিক্ত টাকা আদায়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ মার্চ ২০২৫ ০৩:৪৬ অপরাহ্ণ   |   ১০০ বার পঠিত
গাইবান্ধার  এইচ এস সি পরীক্ষার  ফরম পুরনে অতিরিক্ত টাকা আদায়

সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা প্রতিনিধি:- 

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন কলেজে এস এস সি ফরম পুরনে অতিরিক্ত টাকা  আদায়ের অভিযোগ পাওয়া গেছে কলেজ গুলোর অধ্যক্ষদের বিরুদ্ধে। 

সরেজমিনে তথ্যানুসন্ধানে যানাযায়,আগামী ২০২৫ সালে এইচ এসসি  নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ। 

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষা বোর্ড দিনাজপুর এর এক পত্রে এইচ এস সি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য বিজ্ঞান বিভাগ ১৯৩০ টাকা ব্যাবহারিক ৮৫৫ টাকা সহ মোট ২৭৮৫  টাকা,,মানবিক বিভাগ ১৭৩০ টাকা, ব্যবহারিক ৪৯৫ টাকাসহ মোট ২২২৫ টাকা  ও ব্যানিজ্য বিভাগ ১৭৩০ টাকা ব্যবহারিক সহ মোট ২২২৫ টাকা 
ফরম পুরনের জন্য বোর্ড ফি বেধে দেয়া হয়।

কিন্তু গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার মহিপুরবাজার ডিগ্রি  কলেজ,ভাতগ্রাম কলেজ,, পলাশবাড়ী উপজেলার মেরীরহাট কলেজ, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট কলেজ নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত ২/৩ হাজার টাকা বেশি করে ফি আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।অনেক কলেজ কর্তৃপক্ষ ৩ হাজার ৫ শ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ফরম পুরনের আদায় করছেন। 

শিক্ষার্থীদের দাবি নতুন বাংলাদেশে পুর্বের মত কলেজ গুলোতে অতিরিক্ত টাকা আদায় করা হলে পরিবর্তনের কি প্রয়োজন ছিলো।তারা তদন্ত সাপেক্ষে এই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে জানতে বেশ কয়েকজন অধ্যক্ষ বলেন কলেজ উন্নয়ন,বেতনসহ কলেজে অনেক ব্যায় হওয়ায় সামান্য কিছু টাকা বেশি আদায় করা হচ্ছে।