হাতিয়ায় অস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেপ্তার

প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৪ ০১:৪৬ অপরাহ্ণ ০ বার পঠিত
হাতিয়ায় অস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেপ্তার

ঢাকা প্রেস,হাতিয়া প্রতিনিধি:-
 

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে কোস্টগার্ড অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১২টার দিকে তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
 

এর আগে শনিবার (২৩ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ৬টি বিভিন্ন সাইজের ছুরি, ৬টি দা, ১টি একনলা বন্দুক এবং ২টি এলজি উদ্ধার করা হয়েছে।
 

কোস্টগার্ড জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দল চর ঘাসিয়ার গভীর জঙ্গলে আস্তানা গড়ে বিভিন্ন নিরীহ মানুষের ট্রলার, গরু-মহিষ ডাকাতি করে আসছিল। স্টেশন কমান্ডার রিফাত আহমেদের নেতৃত্বে একটি টিম এ অভিযানে অংশ নেয় এবং ১৪ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারকৃতরা হলেন:

  • হরণী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বিপ্লব চন্দ্র দাস (৪৬) ও তার ছেলে শিমুল চন্দ্র দাস (২২), মিটন চন্দ্র দাস (২১), যুবরাজ চন্দ্র দাস (২৮)।
  • বিমল মজুমদারের ছেলে ভিবেষ মজুমদার (৩৮)।
  • মো. গনির ছেলে মো. আব্দুল্লাহ (২৬)।
  • জামাল উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (২২)।
  • মৃত আজহার আহম্মদের ছেলে মো. নিজাম উদ্দিন (৬০)।
  • কৃষ্ণ কুমার দাসের ছেলে রণজিৎ চন্দ্র দাস (৪৩)।
  • সাইদুল হকের ছেলে মো. মামুন (২৮)।
  • মোহন চন্দ্র দাসের ছেলে রাজীব চন্দ্র দাস (২৭)।
  • শফিউল্যার ছেলে মো. এমরান (৪০)।
  • একলাশপুরের মো. কাশেম (৫৩)।
  • লক্ষ্মীপুর জেলার রামগতির মো. রিয়াজ (২৪)।
     

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ১৪ ডাকাতকে অস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।