আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
শুক্রবার (০৯ মে) রাত ৮ টায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের শাপলা চত্বরে এসে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে। আন্দোলনকারীরা ঘোষণা করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
এসময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্য সচিব ফয়সাল আহমেদ, যুগ্ম সদস্য সচিব তারেক আহমেদ মজলিশ, সংগঠক আলমগীর হোসেন এবং জেলা মুখ্য সংগঠক সাদিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, "ফ্যাসিবাদী আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছালীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন এবং কঠোর কর্মসূচি চালিয়ে যাবো।"
এদিকে, শহরের মূল কেন্দ্র বিন্দুতে অবস্থান ও সড়ক অবরোধের ফলে জেলা শহরে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে, এবং দীর্ঘ দূরত্বের বাসগুলো আটকে পড়েছে।