জামালপুর প্রতিনিধি:-
কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় বুধবার (তারিখ) বিকেল ৩টায় দিঘলকান্দি করিমুজ্জাম তালুকদার দাখিল মাদ্রাসা মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন সফল করতে নেতা-কর্মীরা মিছিলসহ সমাবেশস্থলে যোগ দেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম রাসেল এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান। কোরআন তিলাওয়াতের মাধ্যমে প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
প্রথম অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
৫নং জোরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলুর পাশা ছোটন
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আল-মামুন
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল
পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদসহ আরও অনেকে।
নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে প্রথম অধিবেশন শেষ হয়।
দ্বিতীয় অধিবেশনে আহ্বায়ক ও সদস্য সচিব পদে প্রার্থীতা গ্রহণ করা হয়। আহ্বায়ক পদে ১৩ জন এবং সদস্য সচিব পদে ১৭ জনসহ মোট ৩০ জন প্রার্থী প্রার্থীতা জমা দেন। এর মধ্য দিয়ে কর্মী সম্মেলনের কার্যক্রম শেষ হয়।