অনুব জৈন গান গাইলেন ঢাকায়

প্রকাশকালঃ ০৩ জুন ২০২৩ ০২:৫০ অপরাহ্ণ ১১২ বার পঠিত
অনুব জৈন গান গাইলেন ঢাকায়

ঢাকায় গাইলেন ‘বারিষে’, ‘মাজাক’-খ্যাত ভারতের তরুণ গায়ক, গীতিকার ও সুরকার অনুব জৈন। গত বৃহস্পতিবার রাতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘লেটস ভাইব উইথ অনুব জৈন’ শীর্ষক কনসার্টে গান পরিবেশন করেন তিনি।

টিকিটের দাম চড়া হলেও মিলনায়তনজুড়ে দর্শকের ঠাসা ভিড় ছিল। এবারই প্রথমবার ঢাকায় গাইতে এসেছেন অনুব, ডিজিটাল মাধ্যমের কল্যাণে ঢাকার তরুণদের কাছে কয়েক বছর ধরেই পরিচিত অনুব।


প্রায় ৪০ মিনিটের মতো মঞ্চে ছিলেন অনুব জৈন। তিনি একে একে পরিবেশন করেছেন তাঁর আলোচিত গান ‘গুল’, ‘আলাগ আসমান’, ‘বারিষে’, ‘মাজাক’, ‘মেরি বাতো মে তু’। পরিবেশনার শেষ ভাগে আবার পরিবেশন করেন ‘বারিষে’।

এর আগে মঞ্চে আসেন তাহসান, তিনি ‘আলো’সহ একাধিক গান পরিবেশন করেছেন। কোক স্টুডিও বাংলার আলোচিত গান ‘দেওরা’সহ ‘লোকাল বাস’ পরিবেশন করেন গায়ক প্রীতম। আরেক গায়িকা জেফারও গান পরিবেশন করেছেন।

অনুব জৈনসহ তাহসান, প্রীতম ও জেফারের গান উপভোগ করেছেন শ্রোতারা। তবে কনসার্টের আয়োজনে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন দর্শকদের কেউ কেউ। অনেকে ফেসবুক লিখছেন, মিলনায়তনে ধারণক্ষমতার তুলনায় অধিক দর্শক প্রবেশ করেছিলেন। ঠাসা ভিড়ের মধ্যে দুইবার এসি বন্ধ ছিল। ফলে গরমে হাঁসফাঁস অবস্থা হয়েছিল।


যৌথভাবে কনসার্টের আয়োজন করেছে এডভেন্টর কমিউনিকেশনস ও ট্রিপল টাইম কমিউনিকেশনস। শ্রোতাদের অভিযোগের বিষয়ে নাম না প্রকাশের শর্তে ট্রিপল টাইম কমিউনিকেশনসের এক কর্মকর্তা জানান, তাঁরাও এমন অভিযোগ পেয়েছেন।

তাঁর দাবি, শেষ মুহূর্তে বেশ কিছু দর্শক মিলনায়তনে এসেছেন, তাঁদের নিবৃত্ত করা যায়নি। আর বিদ্যুৎ চলে যাওয়ায় জেনারেটর চালুর মাঝখানে দুইবার এসি বন্ধ ছিল। পরবর্তী কনসার্ট আয়োজনে এসব বিষয়ে আরও সতর্ক থাকা হবে বলে জানান আয়োজকেরা। কনসার্ট শেষ করে গতকাল শুক্রবার সকালের ফ্লাইটে ভারতে ফিরে গেছেন অনুব জৈন।