মাদারগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের তথ্যপ্রযুক্তি কর্মশালা ও পরামর্শ সভা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৫ ০৬:৩০ অপরাহ্ণ   |   ৫৬ বার পঠিত
মাদারগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের তথ্যপ্রযুক্তি কর্মশালা ও পরামর্শ সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি, মোঃ আলমগীর হোসাইন:-



 

জামালপুরের মাদারগঞ্জে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে তথ্যপ্রযুক্তি কর্মশালা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 


 

বৃহস্পতিবার সকালে মাদারগঞ্জের বালিজুড়ী হাইস্কুল মোড়ে দলীয় কার্যালয়ে এ কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।


সভাটি সঞ্চালনা করেন মাদারগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, এবং সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম রুনু

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক আতিকুর রহমান লিটন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য পাপন, এবং জামালপুর সদর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল

 

এছাড়া উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন আহমেদ, এমরান আজিজ সাজু, সুজন খান, যুবনেতা আবু সাঈদসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
 

কর্মশালায় বক্তারা তথ্যপ্রযুক্তির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও আধুনিক, দ্রুত ও কার্যকর করার আহ্বান জানান।