নাজমুল হাসান পাপন প্রায় দুই লাখ ভোটের ব্যবধানে জয়ী

প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৪ ১১:৩৩ অপরাহ্ণ ১২৭ বার পঠিত
নাজমুল হাসান পাপন প্রায় দুই লাখ ভোটের ব্যবধানে জয়ী

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে প্রায় দুই লাখ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। রোববার দিনব্যাপী ভোটগ্রহণের পর গণনা শেষে তিনি ১ লাখ ৯৪ হাজার ৯৪৯ ভোটের ব্যবধানে জয়ী হন।

নৌকার প্রার্থী নাজমুল হাসান পাপন এবার বিজয়ী হওয়ার পর চতুর্থবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন।

রোববার রাত সাড়ে ৮টায় ভৈরব ও কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিসের সহকারী রিটার্নিং অফিসাররা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নাজমুল হাসান পাপন নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৫৫ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী (মোমবাতি) রুবেল হোসেন ভোট পেয়েছেন ৩ হাজার ২০৬ ভোট।

এছাড়া তৃতীয় অবস্থানে জাতীয় প্রার্থীর প্রার্থী নুরুল কাদের সোহেল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৬ ভোট। অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা ভোট পেয়েছেন ৫ হাজার ১০৯।

কিশোরগঞ্জ-৬ আসনে মোটার ভোটার সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৮৩০ ভোট। নির্বাচনে ভোট প্রয়োগ হয়েছে ২ লাখ ৯ হাজার ৫২৬ জনের। এ আসনে নির্বাচনে প্রদত্ত ভোট অনুযায়ী ৫২.৫৪% ভোট প্রয়োগ হয়েছে।

 

ভৈরব