নির্বাচনি ইশতেহার ঘোষণা করছে জাপা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৩ ১২:৫৫ অপরাহ্ণ   |   ৩১০ বার পঠিত
নির্বাচনি ইশতেহার ঘোষণা করছে জাপা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনি ইশতেহার ঘোষণা করছে বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)।


বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ইশতেহার ঘোষণা শুরু করেন।


দলীয় সূত্রে জানা যায়, জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের তত্ত্বাবধানে এবারের ইশতেহার চূড়ান্ত করেছে দলটি।

এর আগে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, এবারের ইশতেহারে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বড় রাজনৈতিক দলগুলোও হয়তো ভাবছে না।


দেশের চলমান বাস্তবতায় কর্মসংস্থান, বিকেন্দ্রীকরণ, বিচারব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অর্থপাচার রোধের মতো গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা থাকছে জাতীয় পার্টির ইশতেহারে।