মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে প্রবীণ সাংবাদিক সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক, ময়মনসিংহ প্রেসক্লাব এর সভাপতিত্বে ময়মনসিংহে নাগরিক টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী১মার্চ শনিবার পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের সামনে থেকে এক বনার্ঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে নাগরিক টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন উপস্থিত অতিথিগণ ও নাগরিক টিভির শুভানুধ্যায়ীরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব রুকুনুজ্জামান রোকন সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান,ময়মনসিংহ জেলা জামায়াতের নায়েবে আমির কামরুল হাসান মিলন,মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাগরিক টিভির জেলা প্রতিনিধি খোরশিদুল আলম মজিব ।