বনপাড়ায় ছাত্রদল নেতা ইকবাল হোসেনকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ আগu ২০২৫ ০৭:০৭ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
বনপাড়ায় ছাত্রদল নেতা ইকবাল হোসেনকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-



নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেনকে মিথ্যা চাঁদাবাজির মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

 

ইকবাল হোসেন জানান, গত ১৮ আগস্ট (সোমবার) রাতে তিনি ব্যবসায়িক কাজে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে কাজ শেষে ২৬ আগস্ট রাত আনুমানিক চারটার দিকে বাড়ি ফেরেন। অথচ মামলায় উল্লেখিত ঘটনার তারিখ ২৩ আগস্ট (শনিবার) দুপুর ২টা। তিনি প্রশ্ন রাখেন, ঘটনার দিন তিনি যখন সিলেটে অবস্থান করছিলেন, তখন কীভাবে এ মামলায় তাকে জড়ানো হলো?
 

তিনি দাবি করেন, তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করা এবং সমাজে মান-সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই মামলায় তাকে আসামি করা হয়েছে। ইকবাল হোসেন বলেন, “যদি প্রমাণিত হয় যে আমি এই ঘটনার সঙ্গে জড়িত, তবে আমি স্বেচ্ছায় ছাত্রদলের পদ থেকে পদত্যাগ করব।”
 

এ সময় তিনি জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান। একই সঙ্গে যারা তাকে হয়রানি ও মান-সম্মান হানি করার উদ্দেশ্যে  পেছনে থেকে  মামলায় জড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।