দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৬ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, কল্যাণ এবং সামাজিক দায়বদ্ধতা জোরদার করার লক্ষ্যে ‘দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটি’ নামে একটি নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। একই সঙ্গে সংগঠনটির ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে দেবিদ্বার উপজেলা গেট সংলগ্ন সুরেন্দ্র প্লাজার দ্বিতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের দেবিদ্বার প্রতিনিধি মো. আক্তার হোসেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিনের দেবিদ্বার প্রতিনিধি মো. জামাল উদ্দিন দুলাল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক আমার দেশের দেবিদ্বার প্রতিনিধি মো. আবু বকর সিদ্দিক।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি: দৈনিক কালবেলার প্রতিনিধি জহিরুল ইসলাম মারুফ ও দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি মোহাম্মদ শাহজালাল; সহ-সাধারণ সম্পাদক: দৈনিক খবরপত্রের প্রতিনিধি মো. ওমর ফারুক সরকার; সহ-সাংগঠনিক সম্পাদক: দৈনিক ডাক প্রতিদিনের প্রতিনিধি মো. আনোয়ার হোসাইন; অর্থ সম্পাদক: দৈনিক উন্নয়ন বার্তার প্রতিনিধি মো. আব্দুল হালিম; প্রচার ও প্রকাশনা সম্পাদক: দৈনিক দিনকালের প্রতিনিধি মো. পারভেজ সরকার; সমাজকল্যাণ সম্পাদক: মাই টিভির প্রতিনিধি মো. সোহাগ রানা সোহেল; দপ্তর সম্পাদক: এশিয়ান টিভির প্রতিনিধি মো. নেসার উদ্দিন।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি সোহরাব হোসেন এবং অনলাইন নিউজ পোর্টাল বিনিয়োগবার্তার প্রতিনিধি এম এম শাহিদ সরোয়ার।

সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ দেবিদ্বার উপজেলায় কর্মরত সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।