মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম সম্রাট (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সম্রাটকে আটক করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, গ্রেপ্তারের পর শনিবার সকালে সম্রাটকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।